ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করত মুরাদ 

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ মে ২০২৩ , ০৩:৪১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মুরাদুজ্জামান মুরাদকে (৩০) গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ মে) বিকেলে শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুরাদ পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন রাতে সংবাদ সম্মেলনে বলেন, মুরাদুজ্জামান মুরাদ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে সহজ-সরল বেকার চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। চাকরি প্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র দিত এই প্রতারক। ইতোমধ্যেই সে জেলার অসংখ্য বেকারের কাছ থেকে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।  

বিজ্ঞাপন

তিনি বলেন, কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনও শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনও বা অন্য কোনো দপ্তরের কর্মকর্তা বলে নিজেকে পরিচয় দিত মুরাদ। ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার কাজ।  

রায়হানা ইয়াসমিন আরও বলেন, ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রতারক মুরাদকে গ্রেপ্তারে তৎপর ছিল। এরই মধ্যে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার এক চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে দুই দফায় ছয় লাখ টাকা হাতিয়ে নেয় মুরাদ। প্রতারণার শিকার ওই ভুক্তভোগীর শ্রীবরদী থানায় দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |