জামালপুরের বকশীগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মে) দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।
স্থানীয়রা জানান, হুনুফা বেগম ভ্যানে করে পাশের কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন হনুফা। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, থানার অফিসারকে তদন্ত করতে ঘটনাস্থলে পাঠিয়েছি। সে ফিরে এলে বিস্তারিত জানতে পারব।