পাবনার ঈশ্বরদীতে রেলের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় চালক (এলএম) তারিক আজাদ ও সহকারী চালক (এএলএম) শাহীন রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (২১ মে) আটক দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন- পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)।
পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, তেল চুরির ঘটনায় চালক ও সহকারী চালককে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, তেল চুরির ঘটনায় আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী রেলগেট-সংলগ্ন তিনকোণা পুকুর এলাকায় রেলের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ৫০ লিটার তেল চুরির সময় রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা দু’জনকে আটক করেন।