গাজীপুরের কাপাসিয়ায় সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেছেন বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ উপস্থিত নেতৃবৃন্দ।
সোমবার (১০ জুলাই) কৃষক সমাবেশকে কেন্দ্র করে কাপাসিয়া ধান বাজারে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়।
সমাবেশ শুরু হলে ওই অস্থায়ী মঞ্চে আগত অতিথিরা একের পর এক তাদের আসনে বসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি মঞ্চে আসন গ্রহণ করেন। তার ছয়-সাত মিনিট পর মঞ্চটি মাঝখানে ভেঙে যায়। এ সময় অতিথিরা ছোটাছুটি শুরু করেন।
সমাবেশ আয়োজকরা জানিয়েছেন, এতে কেউ আহত হননি। তবে এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এদিকে মঞ্চ ভেঙে পড়ায় মাটিতে চেয়ার সাজিয়ে সমাবেশ সম্পন্ন হয়।
এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতানউদ্দিন শেখ বলেন, মঞ্চের বাঁশগুলো পুরাতন ও দুর্বল হয়ে পড়ায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়। তবে কেউ আহত হয়নি।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি প্রমুখ।