ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

মমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ , ১২:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুলাই) হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১০ জুলাই) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আসমা বেগম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। 

বিজ্ঞাপন

জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ১২৯ জন ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় থাকতেন। তাদের অনেকেই ঢাকা থেকে ভ্রমণ করে এসেছেন।

ডা. ফরহাদ হোসেন জানান, হাসপাতালে এনিয়ে চলতি মাসে তিনজন রোগী মারা গেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |