ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

২৫ কোটি টাকার মাদক ধ্বংস

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ০৩:১৬ পিএম


loading/img
ধ্বংসকৃত মাদকদ্রব্য: ছবি সংগৃহীত

যশোরে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ২৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

বুধবার (১২ জুলাই) বিজিবির খুলনা সেক্টর কমান্ডার ক. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে ৪৯ বিজিবি যশোর সদর দপ্তরে প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ। 

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার মদ ৫ হাজার ৫১৩ বোতল, ফেনসিডিল ৭৫ হাজার ৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ২১ হাজার ৫ পিস, ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ৬৯ হাজার ৫০ পিস, গাঁজা ১ হাজার ৭০৩ কেজি, হিরোইন ৭ হাজার ৯৮২ কেজি, সিরাপ-১, সাপের বিষ ১ পাউন্ড ও বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ৩ হাজার ৭ পিস। 

বিজ্ঞাপন

সেক্টর কমান্ডার ক. মামুনুর রশীদ জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা গত ২০১৭ সালের পহেলা মে থেকে চলতি বছরের  পহেলা মে পর্যন্ত ৬ বছরে বিপুল পরিমাণ মাদক জব্দ করে। যেগুলো আজ ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক মেজর মো. সেলিমুদ্দোজা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ মিয়া, প্রেসক্লাবের যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |