ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধার লাঠির আঘাতে বড় ভাই সাইফুল আলম (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

বিজ্ঞাপন

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাইফুল আলম উপজেলার বামনী ইউনিয়নের মৃধা বাড়ির বাসিন্দা।

জানা যায়, দীর্ঘ দিন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা হুমকির অভিযোগ এনে বিকেলে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেন। সন্ধ্যায় স্থানীয় কয়েকজন সংবাদকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান তিনি। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিন সংবাদকর্মীসহ উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে সাইফুল আলমের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই তিনি মারা যান। 

বিজ্ঞাপন

নিহতের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা থানায় জিডি করে এসেই বড় ভাই সাইফুল আলমকে পরিকল্পিতভাবে খুন করেছেন। এ ঘটনার পর থেকে দেলোয়ার হোসেন মৃধাসহ তার সহযোগীরা পলাতক রয়েছে।

অভিযুক্ত দেলোয়ার বলেন, আমি ভাতিজাকে আঘাত করতে গিয়ে বড় ভাই সাইফুল আলমের মাথায় আঘাত লেগেছে। পরে রক্তক্ষরণে ভাইয়ের মৃত্যু হয়েছে।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |