নড়াইলে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষক পর্যায়ে প্রনোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায় সভাপতিত্বে প্রনোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাশরাফী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু প্রমূখ।
গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডালের জন্য জেলায় মোট ১৯ হাজার ২৬০ জনকে ৭ প্রকারের বীজ ও সার বিতরণ করবে কৃষি বিভাগ। এর মধ্যে লোহাগড়া উপজেলায় মোট ৭ হাজার ২’শ ৪০ জন কৃষককে প্রণোদনা প্রদান করা হবে।