ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

কাপাসিয়ায় আগুন, পুড়ল অর্ধশত দোকান

আরটিভি নিউজ

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ০৭:৫২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাজীপুরে কাপাসিয়ার চাঁদপুর বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে বাজারের প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে বলে জানা যায়। 

চাঁদপুর বাজারের ব্যবসায়ীরা জানান, একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এরপরই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। 

বিজ্ঞাপন

বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। 

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরও দুইটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়ার যায়নি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |