চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার গশ্চি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পাঁচ বছরের এক শিশু পুকুরে পড়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে চাচাতো বোন ঝাঁপ দেয়। এতে দুজনই ডুবে মারা যায়।
নিহতরা হলো- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ সালাহ উদ্দিনের মেয়ে সামিরা আকতার ও কামাল উদ্দিনের মেয়ে রেখা আকতার। আগামী বছর তাদের বিদ্যালয়ে ভর্তি করার কথা ছিল।
পরিবারের সদস্যরা জানান, সামিরা ও রেখা দুজন একসঙ্গে আজ (৬ নভেম্বর) দুপুরে বাড়ির পুকুরঘাটে খেলা করছিল। একজন পা পিছলে পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয়। তখন দুজনই ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিকেলে স্থানীয় মাঠে জানাজা শেষে রেখাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আর সামিরাকে দাফন করা হবে তার বাবা সংযুক্ত আরব আমিরাত থেকে এলে।