ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হাঁসে ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ , ১১:৩৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।    

নিহত আলেয়া বেগম (৫০) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগনানন্দ (বিটিভি বাজার) গ্রামের মো. সোলেমানের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালের দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগম তার হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

নিহতের ছেলে মো. সেলিম অভিযোগ করে বলেন, প্রতিবেশী রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খাচ্ছিল। এ নিয়ে আমার মা কথা বললে রেজিয়া বেগম ও তার পরিবারের অন্য সদস্যরা ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার একপর্যায়ে রেজিয়া বেগম আমার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। পরে মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বিটিভি বাজার এলাকায় সিএনজিতেই মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |