ঘন কুয়াশায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় কুয়াশা কেটে গেলে ওই দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, সোমবার রাত ১০টার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে চ্যানেলের বিকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনার আশঙ্কায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ছয়টি ফেরি।
সংস্থাটি আরও জানায়, রাত ২টার দিকে আটকা পড়া ফেরি ঘাটে নোঙর করা হয়। পরে আবার কুয়াশার মাত্রা বেড়ে যায়। এতে টানা সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়। তবে এ সময় ফেরিতে আটকে পড়া যাত্রী, শ্রমিক এবং ব্যবসায়ীরা পড়েন চরম দুর্ভোগে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের ডিজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ জানান, এখনও হালকা কুয়াশা রয়েছে। তবু যাত্রী, যানবাহন এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে সামান্য ঝুঁকি নিয়েই ফেরিগুলো চলাচল করছে। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটেও তেমন কোনো যানজট নেই।