ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ওসি পরিচয়ে টাকা দাবি করে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে পুলিশ কর্মকর্তার পরিচয়ে টাকা দাবি করে সোহেল রানা (২৬) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় তাকে অমৃতপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়।

সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের চাঁদের আলীর ছেলে। এ ছাড়াও তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদের ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপে একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করেন সোহেল রানা। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |