ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় পেছাল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ , ১২:৩৪ পিএম


loading/img
কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা। ছবি : সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসে আদালত অবমাননার দায়ে কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সেই রায়ের বিরুদ্ধে সোহেল রানার আপিল আবেদনের রায় ঘোষণার কথা থাকলেও নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আগামী বছরের ২৩ জানুয়ারি এই রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এর আগে ৬ ডিসেম্বর আপিল শুনানি শেষ হলে রায় ঘোষণার দিন হিসেবে ১২ ডিসেম্বর নির্ধারণ করেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ১২ অক্টোবর আদালত অবমাননার দায়ে সোহেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন হাইকোর্ট। ২০২১ সালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালে হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও একটি মামলার বিচারকার্যক্রম অব্যাহত রাখায় এবং পরবর্তীতে তার দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |