ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নওগাঁয় ডাকাত চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ , ০৬:৩৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চান্দাস ইউপির কাঞ্চন (বাছড়া মোড় সংলগ্ন) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিমুদ্দিন মৃধার ছেলে বাচ্চু মৃধা (৩৩), গণপুর গ্রামের মৃত আলেপের ছেলে শহিদুল ইসলাম (২৬) ও একই এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০) এবং মহাদের উপজেলার মালাহার গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে বাবু (৪৫) ও একই এলাকার মো. আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন (৩৩)।

বিজ্ঞাপন

এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, মহাদেবপুর হতে ছাতরা নিয়ামতপুরগামী (বাছড়া মোড় সংলগ্ন) চান্দাস ইউপির কাঞ্চন এলাকার মো. আ. আলীমের জমি পার্শ্বে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার রাতে সেখানে অভিযান চালায়। অভিযানে ডাকাতদলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহাদেবপুর থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও দেশীয় অস্ত্র-শস্ত্র রাখায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |