ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নওগাঁয় তাপমাত্রা না বাড়লেও জেঁকে বসেছে শীত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪ , ১০:৪৭ এএম


loading/img

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারও জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন থেকে শুরু হয়েছে হিমবাতাস। সঙ্গে যোগ দিয়েছে কুয়াশা। এতে করে বিকেলের পর থেকেই বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা। 

বিজ্ঞাপন

বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় তাপমাত্রা রেকর্ড করেছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, কয়েক দিন সন্ধ্যার পর থেকে ভোরপর্যন্ত কুয়াশা আর সারাদিন হিমবাতাস থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জীবিকার তাগিদে বের হওয়া খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষগুলো। দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে না সূর্যের মুখ। দুপুরের পর সূর্যের দেখা মিললেও মিলছে না উষ্ণতা।

বিজ্ঞাপন

সদর উপজেলার রামরায়পুর গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, প্রচণ্ড শীত সেই সঙ্গে ঠান্ডা বাতাসে গরু-ছাগল নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে শীতের হাত থেকে বাঁচতে গরুর গায়ে চট দিয়েছি। যাতে কোনো রোগ না হয়।

দিনমজুর আশরাফ আলী জানান, কয়েক দিন তেমন শীত ছিল না। গত দুদিন থেকে আবার হিমেল হাওয়া আর শীত শুরু হয়েছে। রিকশা চালানো যাচ্ছে না। ঠান্ডার কারণে তেমন মানুষও পাওয়া যাচ্ছে না। ঠিকমতো আয় না হওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।

নওগাঁ বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, মঙ্গলবার ও বুধবার জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমবাতাসের সঙ্গে কুয়াশা থাকায় শীত জেঁকে বসেছে। দিনে সূর্যের দেখা মিললেও এর তাপমাত্রা কম থাকায় ঠান্ডা কমছে না। আগামী কয়েক দিন জেলায় তাপমাত্রা ওঠানামা করতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |