ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কম দামে মাংস বিক্রি করায় ছুরিকাঘাতে ভাইকে খুন 

আরটিভি নিউজ

শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ , ০৫:২৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. মামুন (৩২) নামের এক ব্যবসায়ীকে তারই আপন ফুফাতো ভাই আরেক ব্যবসায়ী খোকন হোসেন প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২০ জানুয়ারি) উপজেলার আড়ানী পৌর বাজারে এ ঘটনা ঘটে।

মো. মামুন আড়ানী পিয়াদাপাড়া গ্রামের রহিম আলীর ছেলে। অপরদিকে অভিযুক্ত মিজানুর রহমান খোকন একই এলাকার বক্স আলীর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

বিজ্ঞাপন

নিহত মামুন হোসেন। ছবি : সংগৃহীত

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে মাংস বিক্রি নিয়ে মামুন ও খোকনের বাগবিতণ্ডা হয়। মামুন কম দামে মাংস করায় ক্ষিপ্ত হন খোকন। একপর্যায়ে মাংস কাটার ছুরি দিয়ে প্রকাশ্যে মামুনকে ছুরিকাঘাত করেন খোকন। এতে গুরুতর আহত হন মামুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মামুন ও খোকন দুজন মাংস বিক্রেতা। নিহতের মরদেহ এখন রাজশাহীতে রয়েছে। এ ঘটনায় পলাতক অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |