• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধ, নিহত ১

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম, আরটিভি নিউজ

  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৯
কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিন ধরে চলা জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নুর হোসেন (৫৮) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের মালতিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নুর হোসেন ওই ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের বাসিন্দা।

ঘটনার পর প্রতিপক্ষের জাফর আলী ও রানু বাবু নামের দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নুর হোসেন ও তার প্রতিপক্ষ জাফর আলীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার দুপুরে নুর হোসেন বিরোধপূর্ণ জমিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে নুর হোসেন গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে, এরপর তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় নুর হোসেনের মৃত্যু হয়।

এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে মামলা দিলে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩
ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন
চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১  
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা