ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:০২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ভাতিজিকে ধর্ষণচেষ্টা মামলায় চাচা শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজিস্ট্যান্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়। 

শহীদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস সবুরের ছেলে।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার আবরার জানান, শহীদুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগীর চাচা হন। ২০২৩ সালের ৯ ডিসেম্বর রাতে তার ভাতিজি প্রকৃতির ডাকে বাইরে আসলে মুখে গামছা বেঁধে পুকুরের পূর্ব পাড়ে সরিষার খেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন চাচা শহীদুল। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজিস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |