ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:২২ পিএম


loading/img
ছবি : আরটিভি

ফেসবুকে স্ট্যাটাস লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নদী বিশ্বাস (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। 

বিজ্ঞাপন

বুধবার (৭ ফোব্রুয়ারি) সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নদী বিশ্বাস একই এলাকার কার্তিক বিশ্বাসের মেয়ে ও জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

এর আগে নিজ ফেসবুক আইডি ‘Angel Nodi’ থেকে ‘আমার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই স্কুলছাত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতেন উজ্জ্বল বিশ্বাস নামে এক বখাটে যুবক। বুধবার সকালে তার সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটি হয় উজ্জ্বলের। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার অজান্তে নিজঘরে আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনা খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা থানায় প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজ্ঞাপন

অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |