• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

নওগাঁ-২ আসনের নির্বাচনে নৌকার জয়

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩১
শহিদুজ্জামান সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ শহিদুজ্জামান সরকার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। মোট ভোট পড়েছে ৫৭ শতাংশ।

নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ শহিদুজ্জামান সরকার ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।

এ ছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন পেয়েছে ৪ হাজার ৮৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৪২৬ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা জানান, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আসনটিতে মোট ভোটের ৫৭ শতাংশ ভোট নিজ পছন্দের প্রার্থীকে দিয়েছেন ভোটাররা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের দেশে লুকিয়ে থাকার কথা জানত না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে ফের হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে 
স্মৃতিসৌধে এসে আওয়ামী লীগ নেতাসহ আটক ৮
পিরোজপুরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার