• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পরিত্যক্ত টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস

অনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৩
পরিত্যক্ত টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস
ছবি : সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুর সীমান্তের কালিকাপুর গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে পরিত্যক্ত একটি টিউবওয়েল থেকে অনবরত পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস। বৃহস্পতিবার বিকেলে এমন খবরে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। এরইমধ্যে খবর পেয়ে ওই স্থানটিকে নিরাপদ রাখতে ব্যবস্থা নিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

বিষয়টি দেখে হতবাক বাড়ির মালিকসহ স্থানীয়রা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এলাকার আশপাশের লোকজন ঘটনাটি দেখতে ভিড় করছেন।

সিরাজুল ইসলামের স্ত্রী রমিজা খাতুন জানান, তাদের বসতঘরের পেছনের একটি টিউবওয়েল প্রায় ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিদিনের মতো সকালে তিনি নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এরই মধ্যে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ পানির বিকট শব্দ শুনে দেখেন চাপ ছাড়াই নষ্ট টিউবওয়েল থেকে অনবরত পানি বেরুচ্ছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে লাল নিশান লাগানোর পাশাপাশি বাড়ির লোকজনদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বলেন, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা বাড়ির লোকজনকে সতর্ক করে এসেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তথ্য পাঠানো হয়েছে। তথ্য মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
সেনবাগে পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
পাবনায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র জব্দ
মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার