ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

নওগাঁয় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:৫৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

নওগাঁয় ‘রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এই গণশুনানির আয়োজন করে।

নওগাঁ জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুস, দুর্নীতি ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ সরাসরি শোনা এবং প্রয়োজনীয় তদন্তসাপেক্ষে পদক্ষেপ গ্রহণের লক্ষে এই গণশুনানির আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত) মো. আকতার হোসেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁর সভাপতি ডাক্তার মো. হাবিবুর রহমান।

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোট ১৫টি সরকারি অফিস ও ১টি ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে আনীত ৩৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |