ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু   

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ , ০১:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) রাতে ভারতীয় গারো পাহাড়ের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার মহিশলেটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মো. আব্দুল হালিম ওরফে ফালাইন্নার ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজখেতে পানি দিতে যান। এ সময় একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে তার সবজি ফসল নষ্ট করা শুরু করে। এই খবরে হাতি তাড়াতে জড়ো হয় গ্রামের লোকজন। এ সময় স্থানীয়রা হাতি তাড়াতে গেলে উল্টো হাতির দল তাদের আক্রমণ করে। এতে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে হাতি চলে গেলে স্থানীয়রা সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |