ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নাটোরে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৩

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১১ মার্চ ২০২৪ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার মো. ছাত্তার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫) ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান (২২) এবং রাব্বী (১৮)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. আবুল কালাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোভ্যানে তিন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে।

সিংড়া থানার ওসি মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |