ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

তুলসীগঙ্গা নদীতে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মার্চ ২০২৪ , ১১:১৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নওগাঁয় অজ্ঞাত পরিচয়ধারী বস্তাবন্দী এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামে তুলসীগঙ্গা নদীর ডোবাই কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর থানাধীন চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদীর ডোবাই কচুরিপানার ভেতর বস্তাবন্দী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফুর।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পরে অনেকদিন ধরে মরদেহটি ডোবাই পড়েছিল। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।’ 

বিজ্ঞাপন

আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |