ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিমানবন্দর এলাকায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০৩:৩০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঈদকে কেন্দ্র রাজধানীতে সক্রিয় হওয়া ছিনতাইকারী চক্রের এক দলনেতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হান (২৪), উজ্জ্বল (২০), রাসেল (২০), রাতুল (২০)।

বিজ্ঞাপন

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রতি ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে।

তিনি বলেন, গত ২৬ মার্চ টঙ্গি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাব-১ এর কন্ট্রোল রুম সক্রিয় হওয়ার পর থেকে নিয়মিত ছিনতাই চেষ্টার অভিযোগ আসে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বিমানবন্দর এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‍্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |