• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

সড়কে প্রাণ গেল আরও ২ মোটরসাইকেল আরোহীর

আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২৪, ২২:৪২
দুর্ঘটনায়
সংগৃহীত

দু-একদিনে সড়ক দুর্ঘটনায় বেশির ভাগই মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর। নেত্রকোণার কলমাকান্দায় ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। একইভাবে রাঙ্গামাটির গুইমারা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহীর।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া বটতল এলাকায় একটি মোটরসাইকেল ও শান্তি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামের একজন গুরুতর আহত হয়।

তাকে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। সেই গুইমারা বাজারের মুরগি হারুনের ছেলে।

অপর ঘটনা একই উপজেলার বড়পিলাক এলাকায়। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় পায়েল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে মোটরসাইকেল চালাতে গিয়ে পরে গেলে অপর দিক থেকে আসা আরেকটা মোটরসাইকেল তাকে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

দুইটি ঘটনাই নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত 
নাশতা করে বাড়ি ফিরছিলেন ৩ মোটরসাইকেল আরোহী, চাপা দিলো বাস
গোপালগঞ্জে গাড়িচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর 
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত