ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ০১:৩৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে এই নামাজ আদায় করেন মুসল্লিরা।

এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে মহানগরীর বিভিন্ন স্থানে থেকে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজ্ঞাপন

এদিকে, প্রচণ্ড খরতাপে খোলা ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গণি আব্বাসী।

নামাজ শেষে আরবিতে খুতবা শোনার পরে ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে আল্লাহর কাছে তীব্র গরম থেকে পানাহ চেয়ে রহমতের জন্য বৃষ্টি চেয়ে অঝোরে কেঁদে মোনাজাত করেন তিনি। এই অসহনীয় তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা বলেন, অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হচ্ছে, মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনি কোনো কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে বৃষ্টিবর্ষণ বন্ধ রেখেছেন। আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। আজকে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |