ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিয়েবাড়িতে কাজীর সহকারীকে থাপ্পড় বিএনপি নেতার, অতঃপর...  

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০৭:১৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে এক বিয়েবাড়িতে নিকাহ রেজিস্ট্রারের (কাজী) সহকারীকে চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, নিকাহ রেজিস্ট্রারের কনের স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খান কাজীর সহকারী মো. ইসলাম শরীফকে থাপ্পড় মারছেন।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (২ মে) থানায় অভিযোগ করেছেন লাঞ্ছিত ওই কাজীর অফিস সহকারী। তবে সাবেক পৌর কাউন্সিলর এ ঘটনার জন্য কাজীর অফিস সহকারীর দুর্ব্যবহারকে দায়ী করেন।

শিচবচর থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিবরায়ের কান্দি গ্রামের আব্দুস সালাম খানের ছেলে পারভেজ খানের সঙ্গে একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক মেয়ের বিয়ের দিন ছিল বুধবার। এদিন অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নিকাহ নিবন্ধন তথা কাবিনের কাজ শুরু করেন কাজীর অফিস সহকারী ইসলাম শরীফ। এ সময় ইসলাম শরীফ কনের স্বাক্ষর আনার কথা বললে ওই বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খান ‘তা কনের বাবা দিলেই হবে’ বলে মন্তব্য করেন। কিন্তু সহকারী রেজিস্ট্রার কনের স্বাক্ষর ছাড়া নিকাহ নিবন্ধন সম্পন্ন হবে না মর্মে জানালে বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খান উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে সাবেক পৌর কাউন্সিলর কাজীর সহকারী ইসলাম শরীফকে চড়–থাপ্পড় মারেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় কাজীর সহকারী মো. ইসলাম শরীফ বাদী হয়ে বুধবার রাতেই বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খানকে আসামি করে শিবচর থানায় একটি অভিযোগ করেছেন।

এ বিষয়ে মো. ইসলাম শরীফ বলেন, শাহাদাত কমিশনার কনের পরিবর্তে তার বাবার স্বাক্ষরে কাবিন করাতে চান। আমি না করলে তিনি চড়-থাপ্পড় মারেন।

সাবেক পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খান বলেন, আমি ওকে বলি, তুমি সবার স্বাক্ষর নিয়ে কাজটা এগিয়ে রাখো। ও কনের স্বাক্ষর নিজে নিতে চায়। এটা আমাদের ধর্মীয়ভাবে জায়েজ না। আর ব্যবহারও খুব খারাপ করেছে। তাই ভুল-বোঝাবুঝি হয়। পরে সমাধানও হয়।

বিজ্ঞাপন

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, বিষয়টা আমরা তদন্ত করছি। দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |