ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ভোটে দাঁড়িয়ে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতার জয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ১১:৫৪ পিএম


loading/img
ছবি আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দুই সাবেক বিএনপি নেতা। তারা দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এর কারণে ইতিমধ্যেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বহিষ্কার আদেশ মাথায় নিয়েই তারা শেষ পর্যন্ত ছিলেন ভোটের মাঠে।

বিজ্ঞাপন

বুধবার (৮ মে) রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, গোমস্তাপুর উপজেলা পরিষদের বেসরকারি ভাবে নির্বাচিত মোহা: আশরাফ হোসেন আলিম, আনাসর প্রতিকে তিনি পেয়েছেন, ৪০ হাজার ৬২০ ভোট, তার নিকটতম আওয়ামীলীগের মো. হুমায়ূন রেজা, ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট। 

বিজ্ঞাপন

ভোলাহাট উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আনোয়ারুল ইসলাম। তিনি চিংড়ি প্রতিকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৮৪, তার নিকটতম আওয়ামী লীগের আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।  

নাচোলে উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল কাদের। নির্বাচনে ঘোড়া প্রতিটি তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯৯২টি। তার নিকটতম আরেক আওয়ামীলীগ নেতা মো. আবু রেজা মোস্তফা কামাল আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট।

ভোট গণনা শেষে বুধবার রাতে স্ব-স্ব উপজেলা থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |