• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভোটে দাঁড়িয়ে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতার জয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ২৩:৫৪
ছবি আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দুই সাবেক বিএনপি নেতা। তারা দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এর কারণে ইতিমধ্যেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বহিষ্কার আদেশ মাথায় নিয়েই তারা শেষ পর্যন্ত ছিলেন ভোটের মাঠে।

বুধবার (৮ মে) রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, গোমস্তাপুর উপজেলা পরিষদের বেসরকারি ভাবে নির্বাচিত মোহা: আশরাফ হোসেন আলিম, আনাসর প্রতিকে তিনি পেয়েছেন, ৪০ হাজার ৬২০ ভোট, তার নিকটতম আওয়ামীলীগের মো. হুমায়ূন রেজা, ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

ভোলাহাট উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আনোয়ারুল ইসলাম। তিনি চিংড়ি প্রতিকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৮৪, তার নিকটতম আওয়ামী লীগের আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।

নাচোলে উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল কাদের। নির্বাচনে ঘোড়া প্রতিটি তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯৯২টি। তার নিকটতম আরেক আওয়ামীলীগ নেতা মো. আবু রেজা মোস্তফা কামাল আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট।

ভোট গণনা শেষে বুধবার রাতে স্ব-স্ব উপজেলা থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
৩ শতাংশ জমির জন্য বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
সশস্ত্র বাহিনী দিবসে খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ
ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: ফখরুল