• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে বেদম পিটুনি

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ১১:৫৮
ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে বেদম পিটুনি
ছবি : সংগৃহীত

ঝালকাঠির কীর্তিপাশা মোড়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আরিফ খানের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় সুলতান হোসেন খানের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) রাতে এক পথসভায় এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, এ ঘটনায় প্রার্থী সুলতান হোসেন খানসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ঘটনার খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তাকে পুলিশ প্রহরায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রার্থী সুলতান হোসেন খানের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত চেয়ারম্যান প্রার্থীকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলেই মামলা এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

যদিও অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলেন, ‘কারা এ হামলা চালিয়েছে তা আমি জানি না। আমি সেখানে ছিলাম না।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
রাজাপুর হানাদারমুক্ত দিবস আজ
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের সুলভ মূল্যের বাজার চালু