ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘পৃথিবী থেকে বিদায়’ লিখে যুবকের আত্মহত্যা

আরটিভি নিউজ

সোমবার, ২০ মে ২০২৪ , ০৪:০৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বিয়ের এক মাসের মাথায় স্ত্রী আর সংসার করবে না জানিয়ে বাবার বাড়ি চলে যাওয়ায় নওগাঁর সাপাহারের তৌফিক রানা নামের এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করে করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৮ মে) রাত ২টার দিকে তৌফিক তার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপহার উপজেলার টিএ্যান্ডটি পাড়ায়। 

জানা গেছে, সাপাহার টিএ্যান্ডটি পাড়ার মোস্তফা হোসেনের ছেলে তৌফিক রানা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ২টার দিকে তার ফেসবুক আইডি থেকে তার স্টোরিতে ‘পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার’ পোস্ট দেয় এবং কিছু বন্ধুদের ম্যাসেনজারেও কথাগুলো পাঠায়। এর মধ্যে রাতের কোনো একসময় ঘরের গলায় ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

তৌফিকের বাবা মোস্তফা হোসেন জানান, রোববার ভোর ৫টার দিকে তৌফিকের মা ঘুম থেকে উঠে দেখে ছেলের ঘরের দরজা খোলা, এত সকালে দরজা খোলা দেখতে পেয়ে ঘরের দিকে এগিয়ে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এ সময় বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসে এবং স্থানীয় থানায় খবর দেন। 

তিনি আরও জানায়, আমার দুই ছেলে এক মেয়ে তার মধ্যে তৌফিক সবার ছোট, প্রায় ৮মাস আগে শিবগঞ্জ থানা এলাকায় ছেলেকে বিয়ে দিয়ে ছিলাম, নতুন বউ বাড়িতে সংসার ১ মাস না করতেই সংসার আর করবে না বলেই বাবার বাড়ি চলে যায়। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |