• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

শরীয়তপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ০৯:১৭
শরীয়তপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে বজ্রপাতে রাসেল বেপারী (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল বেপারী ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রশিদ বেপারীর স্ত্রী তাদের ছাগল ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে আসেন। দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে সেই ছাগলটি আনতে যায় তাদের ছেলে রাসেল। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে আহত হয়ে রাসেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বজ্রপাতে রাসেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু
দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
পদ্মায় এত পাঙাশ কখনো দেখেননি জেলেরা
শরীয়তপুরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৭