ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিপন্ন লজ্জাবতী বানর চলে এলো লোকালয়ে

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ , ১০:১৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি সদর উপ‌জেলার কাটাছড়ি নতুনপাড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি ‘লজ্জাবতী বানর’ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩ জুন) সকালে বানরটি উদ্ধার করার পর বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী ও বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করেন।

এ বিষয়ে এ এস এম মহিউদ্দিন চৌধুরী বলেন, সোমবার সকালে রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল হামিদসহ বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুন পাড়ার একটি বাসা থেকে বানরটিকে উদ্ধার করেন। পরে সোমবার বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।

এর আগেও গত ২৮ মে লোকালয় থেকে উদ্ধার করা আরও একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছিল বনবিভাগের সদস্যরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |