• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নেই ভোটারদের চিরচেনা লাইন

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২৪, ১০:৫২
ছাগলনাইয়াতে চলছে ভোটগ্রহণ, নেই ভোটারদের চিরচেনা লাইন
ছবি : সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এতে চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ৮টায় উপজেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৪৯ জন এবং নারী ভোটার ৮১ হাজার ৩৫১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। উপজেলার ৫ ইউনিয়ন ও ১ পৌরসভার ৪২৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৬টি আর ৩৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কাপ পিরিচ মার্কার প্রার্থী মিজানুর রহমান মজুমদার যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি হাতেগোনা। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। ছিল না ভোটারদের চিরচেনা লাইনও।

রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাশ বলেন, প্রতিটি কেন্দ্রে যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সকল প্রস্তুতি রয়েছে। নির্বাচনে ৪৩০ জন পুলিশ সদস্য, আনসার ও ভিডিপি ৮২৮ জন, বিজিবি-৩ প্লাটন, র‍্যাব-৭ এর দুটি টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের আগে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান শলৎস
নতুন ভোটার হতে যেসব তথ্য লাগবে 
শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
বয়স ১৮ হলেই ভোটার করে নেবে ইসি