• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ঘড়ি ছাড়াই সময় বলে দেন বৃদ্ধ

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ২৩:৫৭
ঘড়ি ছাড়াই সময় বলে দেন বৃদ্ধ
ছবি : সংগৃহীত

ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলে দিতে পারেন এমন একজনের সন্ধান পাওয়া গেছে নওগাঁর রাণীনগর উপজেলায়। ৭৫ বছর বয়সী বৃদ্ধ ইয়াছিন আলী ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে ‘সময়’ বলে দেওয়ার মতো বিরল এ কাজটি বহু বছর ধরে করে দেখাচ্ছেন বলে দাবি করেছেন রাণীনগরের স্থানীয় বাসিন্দারা।

তারা জানান, বৃদ্ধ ইয়াছিন আলীর বাড়ি উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে। তিনি সবার কাছে ঘড়ি ইয়াছিন হিসেবেই বেশি পরিচিত।

জানা যায়, ৭৫ বছর বয়সেও ইয়াছিন আলী সাইকেল চালিয়ে কাঁচাসবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে একটি গ্রামের নামকরণও করা হয়েছে। সেই গ্রামের নাম ইয়াছিনপুর গ্রাম। তিনি কোনো লেখাপড়া জানেন না। অথচ বর্তমান এ যুগে কোনোরকম প্রযুক্তিগত সহায়তা ছাড়া হুবহু সময় বলে দেন। রাস্তাঘাটে কেউ তাকে কয়টা বাজে জিজ্ঞাসা করলে- ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়েই হুবহু সময় বলে দেন। তার এমন প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত। তাকে নিয়ে গর্বও করেন স্থানীয় লোকজন।

শনিবার (২২ জুন) কথা হয় বৃদ্ধ ইয়াছিন আলীর সঙ্গে।

তিনি বলেন, ‘পাকিস্তান আমলে আমি ঘড়ি ব্যবহার করতাম। সেই সময় আমি হঠাৎ করে একটি রেলস্টেশনে এক সুইপারের হাতে ঘড়ি দেখে অবাক হয়ে যাই। এরপর ক্ষোভে নিয়ত করি ঘড়ি আর ব্যবহার করবো না। হাতে থাকা ঘড়ি ছুড়ে ফেলে প্রতিজ্ঞা করি নিজের মনের দেয়ালকেই ঘড়ি বানাবেন। তখন থেকে চলার পথে বা যে কোনো সময় চোখ বন্ধ করে ঘড়ি না দেখে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করি। এরই একপর্যায়ে আস্তে আস্তে আমি ঘড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করি। প্রচার শুরু হয়ে যায় আমি ঘড়ি না দেখে সময় বলতে পারি। এভাবেই ২৫ বছরের বেশি সময় ধরে ঘড়ি না দেখে সময় বলে দিয়ে আসছি।’

৭৫ বছর বয়সি ইয়াছিন আলী আরও বলেন, ‘এখনও যে কোনো সময় কাজে রাস্তাঘাটে বের হলে লোকজন আমাকে দেখে দাঁড়িয়ে যায়। এরপর জিজ্ঞাসা করেন কয়টা বাজে। তখন সময় বলে দিলে তারা ঘড়ি বা মোবাইলের সঙ্গে সময় দেখে মিলে গেলে খুব আনন্দ পান। সঠিক সময় বলতে পারায় আমারও খুব ভালো লাগে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব চান।

তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে ইয়াছিন আলীর এ প্রতিভা দেখা আসছি। তিনি যেকোনো সময় ঘড়ি ছাড়া হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলে দিতে পারেন।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
অবৈধভাবে দেশে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক 
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা চন্দন গ্রেপ্তার