ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জমি নিয়ে বিরোধ

ভাতিজিকে হত্যার হুমকির অভিযোগ চাচার বিরুদ্ধে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ , ১১:১৭ পিএম


loading/img
অভিযুক্ত চাচা নিজাম উদ্দিন

ফেনীর সোনাগাজীতে ভাতিজিকে হত্যা করে মরদেহ গুম করার হুমকির অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়ার দাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত চাচা নিজাম উদ্দিন স্থানীয় একটি মসজিদের সভাপতি।

বিজ্ঞাপন

ভুক্তভোগী বিবি কুলসুম বলেন, আমার চাচা একজন জুলুমবাজ লোক। তার সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। তিনি সামাজিক বিচার না মেনে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। সোমবার বাড়িতে এসে আমাদের গালাগাল করতে থাকেন তিনি। আমি প্রতিবাদ করায় লাঠি নিয়ে আমাকে মারেন। আর বলেন, ‌‘আমার কথা না শুনলে মেরে লাশ গুম করে ফেলব।’ এ সময় আমার আব্বু-আম্মু আমাকে বাঁচাতে এলে তাদের গায়েও হাত তোলেন তিনি।

কুলসুমের মা বলেন, নিজাম জোর করে আমাদের বাড়ি থেকে বের দিতে চায়। আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিও সে দখল করে রেখেছে। আজ সে বাড়িতে এসে আমাদের গালাগালি করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আমার মেয়ে প্রতিবাদ করায় সে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে।

এ বিষয়ে ৬ নম্বর চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, ভুক্তভোগীরা আমার কাছে এসেছিল। ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সোনাগাজী মডেল থানার ডিউটি অফিসার এএসআই সাইফুল বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |