• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৮:২৫
পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে খোকন মাদবর (৩৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুন) সকালে উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মাদবর উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি এলাকার নুরু মাদবরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি (তদন্ত) সুজন হক।

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে চলে আসেন খোকন। রোববার ভোরে তিনি সেই জাল তুলতে নদীতে নামেন। নদীতে জাল তুলতে গিয়ে খোকন মাদবর বজ্রপাতে নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে ওসি (তদন্ত) সুজন হক বলেন, বজ্রপাতে খোকন মাদবর নামের এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু
মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু
দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু