• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত, আহত ২

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ২২:৪৯
নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত, আহত ২
ছবি : সংগৃহীত

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক আনোয়ার বেলঘড়িয়া গ্রামের আনছারের ছেলে। আর আহত দুজন একই গ্রামের রাজ্জাক (৩৭) ও ছানাউল্লাহ (৫৫)।

আহত দুজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শামসুনাহার।

নিহতের পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, রোববার বিকেলে আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লাসহ বেশ কয়েকজন মিলে আনোয়ারের বাড়ির পাশে জায়গা-জমি মাপজোখ করছিল। মাপজোখ শেষে বিকেল ৪টার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এমন অবস্থায় আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লাহ তিনজন একসঙ্গে ওই জায়গার পাশে একটি ঘরের নিচে গিয়ে আশ্রয় নেন।

এ সময় বজ্রপাত হলে আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লাহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। আর আহত রাজ্জাক ও ছানাউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক নিহত
ন্যায়বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার: প্রধান বিচারপতি