• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

হিজড়াদের ধাক্কায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ২৩:১৩
ময়মনসিংহ
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভারাডোবা বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। এ সময় বেশ কয়েকজন হিজড়া একই বাসে উঠতে চাইলে চালকের সহকারী হিজড়াদের বাসে উঠতে বাধা দিলে তাদের মধ‍্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় তাদের ধাক্কায় ওই বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে সড়কের ওপর ছিটকে পড়ে গেলে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল হিজরা বাসে ওঠার জন্য ধাক্কাধাক্কি শুরু করলে ওই বৃদ্ধ লোকটি সড়কে পড়ে যায়। এ সময় বাস ছেড়ে দিলে পিছনের চাকায় চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যে পিবিআই পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝাঁকুনিতে ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আ.লীগ কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছিল: প্রিন্স 
‘যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, তা এখনও অর্জিত হয়নি’