• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

লালপুরে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষ, মা ও মেয়ে নিহত

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ১৫:১০
লালপুরে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষ, মা ও মেয়ে নিহত
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মা ও মেয়ে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাছিম আহমেদ।

নিহত ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন।

স্থানীয়রা জানান, সকালে নিজবাড়ি থেকে ৩ বছরের শিশু রোকেয়া তার বাবা-মার সঙ্গে চিকিৎসার জন্য বাঘায় যায়। পরে দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রো গাড়িকে আটক করে।

এ বিষয়ে ওসি নাছিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রো গাড়ি আটক করে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২
লালপুরে ভুয়া চক্ষুচিকিৎসক ধরলেন শিক্ষার্থীরা
বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড