• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘পিস্তল’ নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দুই যুবককে পিটিয়ে পুলিশে দিল নেতারা

আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ০৬:৪০
‘পিস্তল’ নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দুই যুবককে পিটিয়ে পুলিশে দিল নেতারা
নিহাল আহমেদ ললাট (বামে) ও তানভীর আহমেদ তপু (ডানে)। ছবি: সংগৃহীত

জামালপুরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসদৃশ একটি বস্তুসহ দেখতে পেয়ে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

রোববার (৭ জুলাই) রাত ১০টার দিকে ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে। আটক দুজনের নাম নিহাল আহমেদ ললাট ও তানভীর আহমেদ তপু বলে জানা গেছে। তাদের দুজনের বাড়িই পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায়।

জানা গেছে, ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে পিস্তলসদৃশ কিছু একটা রাখা ছিল। সেখানে উপস্থিত লিটন নামে এক আওয়ামী লীগ কর্মীর নজরে আসে বিষয়টি। পরে উপস্থিত অন্য নেতাকর্মীরা মিলে ওই দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। ধর্মমন্ত্রী তখন ডাকবাংলোতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভলবার সদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে মারধর করে থানায় খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটকের সময় তাদের কাছ থেকে পিস্তলসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি সুমন তালুকদার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
চাটমোহরে ইউপি সদস্যের ওপর হামলা, অস্ত্রসহ আটক ৩
জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আটক
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটক