গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে যমুনা গ্রুপের একটি স্পিনিং মিলে আগুন লেগেছে। তা ছড়িয়ে পড়েছে পাশের কারখানায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
বিজ্ঞাপন
আগুন লাগার কারণ জানা যায়নি।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত। পড়ে যমুনা স্পিনিং, সুতার গোডাউন, তুলার গোডাউন ও ফিনিশিং সেকশনে আগুন ছড়িয়ে পড়ে।
প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ শুরু করে। পরে আশপাশ থেকে আরো ইউনিট যোগ দেয়।
ডিএইচ/ এম