ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ , ০৯:১৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একই পরিবারের তিনজন হ‌লেন- সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়‌নের বান্ধাইল গ্রা‌মের ওলিউজ্জামানের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছে‌লে সায়মুন হোসেন (৪)। 

বিজ্ঞাপন

এ ছাড়া সিএসজি ড্রাইভার নাসিম হোসেনও (৩০) মারা গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিহতরা সবাই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল। আইনগত প্রক্রিয়া শে‌ষে মরদেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |