কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে-ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অতি উৎসাহী যেসব পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
এ ছাড়া গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় জড়িতদেরও বিচারের আওতায় আনতে হবে।