ঢাকামঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুলাই ২০২৪ , ০৫:৫৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রুহি আকতার (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। রুহি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকার মো. মঞ্জুরের ছেলে।  

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে নামে রুহি। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুরে নেমে শিশুর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান।

তিনি বলেন, ‘পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের তলদেশে ওই শিশুর নিথর দেহ পান। ততক্ষণে ওই শিশুটি বেঁচে নেই।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |