ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুলাই ২০২৪ , ১১:৩১ এএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রামের বোয়াখালীর কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সবুজ চক্রবর্তী অভিজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

সবুজ চক্রবর্তী অভিজিৎ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বাসিন্দা। তিনি কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চবিদ্যালয়ের এমপিওভুক্ত কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে ২০২১ সালে যোগদান করেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সবুজ চক্রবর্তী এ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গত ৯ জুলাই সবুজের কোচিং সেন্টারের চার ছাত্রী এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এলাকাবাসী বিদ্যালয়ের সামনে সবুজের বিচার চেয়ে বিক্ষোভ করেন।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি সবুজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |