ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছাত্রদের সঙ্গে সৈকত পরিষ্কারের মধ্য দিয়ে কাজে ফিরল পুলিশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ আগস্ট ২০২৪ , ০৬:৫৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

ছাত্রদের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কারের মাধ্যমে পটুয়াখালীতেও থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) সকালে পুলিশের কার্যক্রম শুরু হয়।

এতে সহযোগিতা করেন স্থানীয় সাধারণ মানুষ ও উপস্থিত পর্যটকরা। তবে সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

বিজ্ঞাপন

ছাত্র-জনতা, পুলিশ, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটক মিলে কয়েকশত মানুষ এতে অংশগ্রহণ করেন। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শুরু করে ফিশফ্রাই মার্কেট পর্যন্ত পরিষ্কার করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরবিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার সহ মহিপুর থানার সকল সদস্য।

ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক শামিম রেজা, মোহাম্মদ মহিমসহ কলাপাড়াস্থ সারাদেশের শিক্ষার্থীদের অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |