• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

যবিপ্রবির উপাচার্যের পদত্যাগ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ২২:১৩
ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন।

বুধবার (২১ আগস্ট) বিকেলে ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে বলে উল্লেখ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে পুনরায় সেশন জটের শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে তিনি অপারগ উল্লেখ করে পদত্যাগ করেছেন।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম এবং দলবাজির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সর্বশেষ গত মঙ্গলবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ভিসিকে পদত্যাগের জন্যে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। চাকরির প্রথম মেয়াদে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ৫৫ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ২০২১ সালের ১৯ মে ভিসি পদের মেয়াদ শেষ করে একই বছরের ১ জুন দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২