ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

যবিপ্রবির উপাচার্যের পদত্যাগ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ , ১০:১৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (২১ আগস্ট) বিকেলে ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে বলে উল্লেখ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ে পুনরায় সেশন জটের শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে তিনি অপারগ উল্লেখ করে পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম এবং দলবাজির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সর্বশেষ গত মঙ্গলবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ভিসিকে পদত্যাগের জন্যে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। চাকরির প্রথম মেয়াদে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ৫৫ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ২০২১ সালের ১৯ মে ভিসি পদের মেয়াদ শেষ করে একই বছরের ১ জুন দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |